৯ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে বাজুস ফেয়ার
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩, ০৪:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ এর সফল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দ্বিতীয়বারের মতো বাজুস ফেয়ার-২০২৩ আয়োজন করা হয়েছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আইসিসিবি ৪ নম্বর হলে আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই মেলা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বাজুস।
সেইসঙ্গে স্বর্ণ শিল্পের প্রসার এবং প্রচারের লক্ষ্যে অনবদ্য ভূমিকা রাখবে বাজুস ফেয়ার। ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
মেলায় প্রবেশ টিকেট মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া আধুনিক ডিজাইনের অলংকার প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন অফার, র্যাফেল ড্র’র ব্যবস্থা থাকবে মেলা প্রাঙ্গণে।
দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বাজুস ফেয়ার। সেইসঙ্গে স্বর্ণ শিল্পকে প্রসার এবং প্রচারের লক্ষ্যে অনবদ্য ভূমিকা রাখবে এ মেলা।