ঈদের আগে বাড়লো ব্রয়লারের দাম
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ১২:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের আগে আবার বাড়লো ব্রয়লার মুরগির দাম। রোজার মাঝখানে দাম স্থিতিশীল থাকলেও ফের আগুন লেগেছে ব্রয়লারের দামে। এক দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৪০ টাকা। প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।
ব্যবসায়ীরা জানান, বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা। গত বুধবার ব্রয়লার মুরগির কেজি ছিল ২১০ টাকা। আর সোনালি মুরগির দাম ছিল ৩৩০ টাকা কেজি।
মুরগির দাম বাড়লেও কিছুটা কমেছে ডিমের দাম। প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। গত সপ্তাহে ছিল ১২০ টাকা। এছাড়া প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ টাকা, ছাগলের মাংস ৯০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ টাকা দরে।
এ ছাড়া ঈদের দিনের অন্যতম অনুষঙ্গ সেমাই ও পোলাওয়ের চালের দামও বাড়তি। তবে ডাল, আটা, সয়াবিন তেল, সবজি ও বিভিন্ন ধরনের মসলার দাম আগের মতো উচ্চ মূল্যে স্থিতিশীল।