সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমল
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম

ছবিঃ প্রতীকি
নতুন করে আবার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম কমানোর কথা জানাল সরকার। দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি, তেল আমদানি করতে হয়। সেটা নানা হিসাব করে মূল্য নির্ধারণ করা হয়। সয়াবিন তেলের দাম পাঁচ টাকা ও পাম তেলের দাম চার টাকা কমে যাবে।
মন্ত্রী বলেন, সয়াবিন তেল বোতলজাত ১৭৪ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা প্রতি লিটার এবং খোলা সয়াবিন তেল ১৫৪ টাকা থেকে ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাম তেল ১২৮ টাকা থেকে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক-দুই দিনের মধ্যেই এ দাম কার্যকর করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আজ-কালকের ভেতরে ঘোষণা করবে কোম্পানিগুলো।
বাণিজ্যমন্ত্রী জানান, নতুন মূল্য অনুযায়ী প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা, প্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে।
তিনি জানান, লাগামহীন ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে বিদেশ থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা ভোক্তা পর্যায়ে। আর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা অধিকার মাঠে থেকে এটি মনিটরিং করবেন।
বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া বলে হুঁশিয়ারি দেন টিপু মুনশি।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার ও স্থানীয় পর্যায়ে ডিসি ও ইউএনওরা বাজার মনিটরিং করবে। নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।