শিক্ষার্থীদের মেস থেকে বের না হওয়ার আহ্বান মালিক সমিতির

ফারজানা খান সারথি, রাবি

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ১০:৫৮ পিএম


শিক্ষার্থীদের মেস থেকে বের না হওয়ার আহ্বান মালিক সমিতির

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস পরীক্ষা চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এদিকে মেসে থাকা শিক্ষার্থীদের মেসের বাহিরে যেতে নিষেধ করেছেন রাজশাহী মহানগর মেস মালিক সমিতি।

সোমবার (১৩ মার্চ) রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি মো. এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এ.এস.এম ওমর শরিফ (রাজিব) ও যুগ্ম সম্পাদক কায়সান আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিনোদপুর স্থানীয়দের সাথে যে গভীর সংকট তৈরি হয়েছে তা আমাদের কারোরই কাম্য নয়। এতে উভয়ই ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা নানাভাবে জখম হয়েছে। আবার স্থানীয় দরিদ্র মানুষের একমাত্র উপার্জনের ছোট দোকানটিও পুড়ে গেছে। এ সংঘর্ষে সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা শিক্ষিত মানুষ, হিংস্রতা পরিহার করি। এই সুযোগে কেউ যেন ফায়দা লুটে নিতে না পারে। ঘোলা পানিতে যাদের মাছ শিকার করা অভ্যাস তাদের সুযোগ না দেওয়াই ভালো।

সেখানে আরো বলা হয়েছে, যারা বিভিন্নভাবে আহত বা ক্ষতিগ্রস্থ হয়েছে, আমরা সম্মিলিতভাবে সবার পাশে দাঁড়াতে চেষ্টা করি। যে পক্ষ বেশি বাড়াবাড়ি বা অন্যায় করবে, তা অবশ্যই প্রমাণের সাপেক্ষে আইনের মুখোমুখি করতে হবে। আর যেন কারও এক ফোঁটা রক্ত না ঝরে। যে সব শিক্ষার্থীরা মেসে অবস্থান করছে তারা যেন বাইরে বের হওয়া থেকে বিরত থাকে।

সন্ধ্যার পরই মেসের গেইট বন্ধ রাখার জন্য মেস মালিকদের বলা হয়েছে।

Link copied