নোবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকবৃন্দদের নিয়ে দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম: ইমপ্লিমেন্টেশন অব বিএনকিউএফ অ্যাসেনশিয়ালস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
কর্মশালার সফলতা কামনা করে উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘আমাদের সবার মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে, সেটাকে খুঁজে বের করে কাজে লাগাতে হবে। চেষ্ঠা থাকলে যে কোন কঠিন কাজও করা সম্ভব। প্রশিক্ষণ ও কর্মশালা দক্ষ জনবল তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। দক্ষতা ও পেশাগত উৎকর্ষতার মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সবাইকে যার যার কাজ সঠিকভাবে করতে হবে, তখনই অর্জনগুলো দৃশ্যমান হবে’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম সেলিম। কর্মশালার কি-নোট স্পিকার হিসেবে ছিলেন নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
কর্মশালায় বক্তা হিসেবে ছিলেন নোবিপ্রবি আইকিউএসির সাবেক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম। সার্বিক পরিচালনায় ছিলেন নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। ওয়ার্কশপে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে ফেকাল্টি মেম্বাররা অংশগ্রহণ করেন।