প্রতিবন্ধকতা ডিঙিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তাদের

আল জোবায়ের, নোবিপ্রবি

প্রকাশিত: ২০ মে ২০২৩, ১০:২৯ পিএম


প্রতিবন্ধকতা ডিঙিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তাদের

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ২০২২-২৩ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের সমন্বিত পরীক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে অংশগ্রহণ করেছেন দুই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। তারা হলেন তৌফিক বিন জাহাঙ্গীর এবং রেজওয়ান ইসলাম।

শনিবার (২০ মে) আলাদা কক্ষে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিয়েছেন তারা। তাদের দু'জনেই জন্ম থেকে দৃষ্টিহীন।

পরীক্ষা চলাকালে তাদের দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে নোবিপ্রবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে আসেন দৃষ্টি প্রতিবন্ধী রেজওয়ান ইসলাম। তিনি জানান, মায়ের উৎসাহ থেকেই পড়ালেখার প্রতি আগ্রহ পান। ছোটবেলা থেকেই মায়ের থেকে শুনে শুনেই পড়া মুখস্থ করে পড়ালেখা করতো রেজওয়ান।

রেজওয়ান আরও জানান, চোখের সমস্যার কারণে ছোটবেলা থেকেই পড়ালেখায় সমস্যা হতো তার। কিন্তু তার মায়ের উৎসাহে পড়ালেখার প্রতি তার আগ্রহ জন্মায়। আইন বিভাগে লেখাপড়া শেষে আইনজীবী হতে চান রেজওয়ান। তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করেছেন।

নোয়াখালী জেলার তৌফিক বিন জাহাঙ্গীর লক্ষীপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। তিনি জানান, তার স্বপ্ন একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। নিজে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা। উচ্চ শিক্ষা শেষে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হতে চান দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থী।

উল্লেখ্য, শনিবার নোবিপ্রবিতে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানবিক বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২০৭৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২০২৫ জন শিক্ষার্থী, উপস্থিতির হার ছিল ৯৭.৬৪ শতাংশ।

Link copied