তুরস্কে সহায়তা পাঠিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:১১ পিএম


তুরস্কে সহায়তা পাঠিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য মানবিক সহায়তা হিসেবে ১ হাজার রুম হিটার, ৮ হাজার কম্বল ও পোশাক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

সোমবার সকালে ডিএনসিসির পক্ষ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য এসব মানবিক সহায়তা প্রদান করেন রাফিকুল ইসলাম।

এর পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে সাহায্যের জন্য এগিয়ে আসে রাজধানীর উত্তর এবং গুলশানের কয়েকটি সামাজিক সংগঠন।

এসব সহায়তা সামগ্রী টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) ঢাকা অফিসের নিকট হস্তান্তর করেন মেয়র আতিকুল ইসলাম।

এ সময় সামর্থ্য অনুযায়ী সবাইকে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানান মেয়র।

Link copied