পাঁচবিবিতে টিসিবি বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০১:১১ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় পাঁচবিবি পৌর সভার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন, পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব প্যানেল মেয়র মোশাইদ আল আমিন সাদ, পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, কাউন্সিলর আমজাদ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের শেষে লাইনে দাঁড়িয়ে কার্ডধারীরা ফ্যামেলী কার্ডের টিসিবির পণ্য ক্রয় করেন।
উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পৌরসভার মোট ২ হাজার ৫শ ৫২ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেজের মূল্য ৪৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই প্যাকেজে ১ কেজি চিনি ৬০ টাকা, ছোলা ১ কেজি ৫০ টাকা, মশুর ডাল ২ কেজি ১৪০ টাকা ও ২লিটার সয়াবিন তেল ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।