ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মো: সবুজ, ভোলা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০৭:১০ পিএম


ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইয়াছমিন বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে গৃহবধূর নিজ বাড়িতে এ  ঘটনা ঘটে।

হাসপাতালের দায়িত্ব থাকা পুলিশ সদস্য মো.মামুন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইয়াছমিন বেগম ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের উত্তর দিঘলদী গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো.বাবুলের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী ছিলেন।

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গৃহস্থালির কাজে ঘর ঝাড়ু দিচ্ছিলেন ইয়াছমিন বেগম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎতের একটি তার জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এসআই মো.কবির হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied