কিশোরগঞ্জে ১০ টাকা লিটারে দুধ বিক্রি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ০৪:৩৯ পিএম


কিশোরগঞ্জে ১০ টাকা লিটারে দুধ বিক্রি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০ টাকা লিটারে খামারের দুধ বিক্রি করছেন রমজান উপলক্ষে এরশাদ উদ্দিন। তবে সামর্থ্য অনুযায়ী কেউ ১ টাকা কিংবা বিনামূল্যেও দুধ পাবেন। শুক্রবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে এ কার্যক্রম শুরু করেন। পুরো রোজায় চলবে এ কার্যক্রম।

তবে একদিনে একজন সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা এরশাদ উদ্দিন। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জে সি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান।

জানা যায়, তিন বছর আগে এরশাদ উদ্দিন নিজ এলাকায় জে সি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেন। তার খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণের ৪০০ গরু আছে। এর মধ্যে বর্তমানে ২০টি গরু দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে ৭০-৭৫ লিটার দুধ উৎপাদিত হচ্ছে।

এসব দুধ ১০ টাকা লিটার দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সামর্থ্য অনুযায়ী কেউ কেউ ১ টাকা কিংবা বিনামূল্যেও দুধ পাবেন। যে কেউ তার খামার থেকে সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।

বেলা ১১টার দিকে গিয়ে এরশাদের খামারে গিয়ে দেখা গেছে, কয়েকশ নারী-পুরুষ বোতল হাতে লাইন ধরেছেন। কেউ ১০ টাকায় আবার কেউবা ১ টাকায় আবার কেউ বিনামূল্যেও দুধ পেয়েছেন।

নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামের মমতা বেগম ও করফুলা বেগম বলেন, ‘বাজারে সব কিছুরই মূল্য অনেক। রমজানে ১০০ টাকা লিটার করে দুধ কিনে খাওয়া সম্ভব না। এরশাদ ভাই ১০ টাকা করে দুধ দিচ্ছেন। এ দুধ দিয়েই আমরা সেহরি খাবো।

মোহাম্মদ ইমরান বলেন, এরশাদ ভাইয়ের এ মানবিক উদ্যোগ আমাদের উপজেলায় প্রশংসিত হয়েছে। তিনি সব সময়ই এমন মানবিক উদ্যোগ নেন।

বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জে সি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন বলেন, রমজান এলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায়। হাট-বাজারগুলোতে এক কেজি দুধ ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ দামে নিম্নবিত্ত মানুষের কিনে খাওয়ার ক্ষমতা নেই। বিষয়টা চিন্তা করেই তাদের জন্য নামমাত্র ১০ টাকা মূল্যে দুধ দিচ্ছি। কিছু লোকজনকে বিনামূল্যে দিয়েছি। এ কার্যক্রম চলবে রমজানের শেষ দিন পর্যন্ত।

তিনি আরও বলেন, পুরো রমজানে আমার খামারে যা দুধ উৎপাদন হবে সবই ১০ টাকা কিংবা ১ টাকা করে বিক্রি হবে। যার যে সামর্থ্য আছে সে পরিমাণ টাকা দিয়ে দুধ কিনবেন। এ রমজানে ২ টন দুধ বিক্রি করবো।

Link copied