কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩, ০৩:২৩ পিএম


কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

"স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন- শেখ হাসিনার দর্শন" এই স্লোগানে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়াম থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে কনফারেন্স রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, সাঈদ হাসান লোবান, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোখসানা লিপি, জালাল হোসেন লাইজু প্রমুখ।

Link copied