দুমকিতে ১১৪ কৃতি শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ০১:৫৪ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তরুণদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ক্রয়কৃত প্রয়োজনের অতিরিক্ত ট্যাবগুলো সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এগুলো বিতরণ করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় সোমবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পটুয়াখালীর দুমকীতে মাধ্যমিক পর্যায়ের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাত ১১৪টি ট্যাব তুলে দেয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা বদরুনাহার ইয়াসমিন, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ প্যাদাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।