রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৫ মে ২০২৩, ০১:৩৩ পিএম


রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (১৪ মে) দুপুরে জেসমিন আকতার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত জেসমিন আক্তার উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের বিদেশে বসবাসরত সাগর আলীর স্ত্রী ও এক সন্তানের জননী।

পারিবারিক ও থানা সুত্রে জানা যায় যে, ঘটনার দিন দুপুরে বাড়ির লোকজন সবাই যে যার মত করে কাজে চলে যায়। সকলের অগোচরে নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মৃত জেসমিনের তিন বছরের শিশু, দেখে বাড়ির পার্শ্ববর্তী দোকানে কোহিনুর নামে এক মহিলাকে বলে আমার মা মরে যাচ্ছে।

এ কথা শুনে তার পরিবারের লোক জনকে ফোন দেয় কোহিনুর এবং ডাক চিংকারে এলাকার লোকজন ছুটে আসে দেখতে পায় ঘোরের দরজা বন্ধ। পরে মৃতের বাবা মা এসে দরজা খুলে জেসমিনের গলার ফাঁস খুলে অটো যোগে হাসপাতাল নেওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রাণীশংকৈল থানার ওসি ঘটনা স্থল পরিদর্শন করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গাঁয়ে বিভিন্ন রকমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ঘটনার আসল রহস্য  জানা যাবে।

Link copied