ভাই-বোনের ফোন নিয়ে ঝগড়া, অভিমান করে বিষপানে বোনের মৃত্যু

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৬ মে ২০২৩, ০৭:১৬ পিএম


ভাই-বোনের ফোন নিয়ে ঝগড়া, অভিমান করে বিষপানে বোনের মৃত্যু

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে ভাই বোনের স্মার্টফোন নিয়ে ঝগড়া করাকে কেন্দ্র করে অভিমান করে বিষপানে বোনের মৃত্যু হয়েছে। ১৫ মে (সোমবার) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার রুহিয়া থানাধীন ২ নং আখানগর ইউনিয়নের ডাঙা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশা মনি(১৭) সদর উপজেলার রহিমানপুর আলিম মাদ্রাসার দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ও আখানগর ইউনিয়নের ডাঙা পাড়া এলাকার মুনছুর আলীর মেয়ে বলে জানা যায়।

বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার এসআই হানিফ।

স্হানিয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার রুহিয়া থানার ২ নং আখানগর ইউনিয়নের ডাঙা পাড়া গ্রামের মুনছুর আলী মেয়ে আশা মনি রহিমান পুর আলিম মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে আশা মনি ও তার ছোট ভাই রাকিবের সাথে একটি স্মার্ট ফোনের কারণে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এক পর্যায় রাগকে নিয়ন্ত্রণ করতে না পাড়ায় আশা মনি বিষ পান করেন।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার এসআই হানিফ বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না  তদন্ত হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Link copied