পীরগঞ্জে দুইবস্তা গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৯ মে ২০২৩, ০৩:২৪ পিএম


পীরগঞ্জে দুইবস্তা গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুইবস্তা (২০ কেজি) গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

বৃহস্পতিবার ( ১৮ মে ) বিকালে উপজেলার গড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঐ গ্রামের মৃত পঞ্জাব আলীর ছেলে আব্দুল খালেক ও আব্দুল খালেকের স্ত্রী সাহেরা খাতুন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গড়গাঁওয়ের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির শয়ন ঘড়ের খাটের নীচ থেকে দুই বস্তা গাঁজাসহ (২০ কেজি) উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয় বাড়ির মালিক ও তার স্ত্রীকে। পরে গাঁজা সহ তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গাঁজা সহ দুই জনকে আটক করে থানায় দিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।

Link copied