রানীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০ মে ২০২৩, ১০:১৮ পিএম


রানীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগ

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আতাউর ও তোফাজ্জল হোসেনের ১একর জমির ধান কেটে দিলেন উপজেলা কৃষক লীগ সহ ইউনিয়ন কৃষক লীগের নেতারা।

শনিবার ( ২০ মে) সকালে উপজেলা কৃষক লীগের সভাপতি ও সম্পাদকের উদ্যোগে কৃষক লীগের কর্মীদের নিয়ে ধানকাটা কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী (রিংকু) তার সফর সংগী ছিলেন মাসুদ রানা পলক,সফিকুল ইসলাম,ওয়ালিউর রহমান বাবু,রাণীশংকৈল কৃষক লীগের সভাপতি বাবর আলী,সাধারন সম্পাদক দিগেন্দ্র নাথ রায়,ইউনিয়ন আ"লীগ সম্পাদক বিশ্বনাথ রায় ও প্রতিটি ইউনিয়ন থেকে আসা কৃষকলীগের সভাপতি ও সম্পাদক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তোফাজ্জল ও কৃষক আতাউর রহমান বলেন, আমরা ধান কাটার লোক না পেয়ে কৃষক লীগের সভাপতির সাথ যোগাযোগ করি, তিনি আমাদের ধান কেটে দেওয়ার আশ্বাস দেন। এই ১ একর ধান কাটতে আমাদের প্রায় ১৫ হাজার টাকা লাগত, আমরা খুবই উপকৃত হলাম।

রাণীশংকৈল উপজেলা কৃষকলীগের সভাপতি, প্রধান শিক্ষক বাবর আলী বলেন, এমন মহৎ কাজে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর কৃষক লীগ। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করছি।

Link copied