বিএনপি কার্যালয়ে আ’লীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাজ্জাতুল ইসলাম

প্রকাশিত: ২২ মে ২০২৩, ০৭:২৪ পিএম


বিএনপি কার্যালয়ে আ’লীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের ব্যানারে এ মিছিলের আয়োজন করা হয়।

এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী ড. আরিফা জেসমিনের বাসা ভাঙচুর করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার দুপুরে শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে ও আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপি কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিনের বাসভবনে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বিএনপি কার্যালয়ের কলাপসিবল লোহার গেট ও তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং চেয়ার, টেবিল ও অন্য আসবাসপত্র ভাঙচুর ও তছনছ করে সামনের সড়কে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা একই সড়কের আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপি কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিনের বাসভবনে ঢিল ছুঁড়ে। পরে কাঁচের দরজা-জানালা ও মূল্যবান আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক বলেন, ‘আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি।’

আরিফা জেসমিন নাহিন বলেন, ‘আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর তাণ্ডবলীলা এতটাই ভয়াবহ ছিল যে মনে হয় কেয়ামত নেমে এসেছে।’

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফুল হক বলেন, ‘বিএনপির অফিসের সামনে চেয়ার, টেবিল পড়ে থাকতে দেখেছি।’

Link copied