প্রশাসনের নাম ভাঙ্গিয়ে সিরাজগঞ্জে চলছে বালু বিক্রি
প্রকাশিত: ১ জুন ২০২৩, ১১:০৪ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
প্রশাসনের নাম ভাঙ্গিয়ে রান্ধুনী বাড়িতে চলছে অবৈধভাবে বালু বিক্রির মহা উৎসব। বিগত ৫ বছরে বালু কর্তনের দায়ে বেলকুচি উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন কমপক্ষে ১৫বার ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা করা হয়েছিল। তবুও এবছর জেল-জরিমানা কথা তোয়াক্কা না করে বালুখেকেদের চলছে বালু বিক্রি।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনা নদীর বেলকুচির রান্ধুনীবাড়ির ক্যানেলে ওসান এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী সেলিম রান্ধুনীবাড়ি পূর্বপাড়া থেকে পঞ্চশিমুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় মাটি ভরাটের নামে বালু বিক্রি করে আসছে। প্রতি ১০ মিনিটে বেকু দিয়ে একটি ট্রাক বোঝায় সহ দৈনিক প্রায় ৫'শত ট্রাক মাটি উত্তোলন করা হচ্ছে। ১টি ট্রাক রাস্তায় মাটি ভরাট করলে ৫টি ট্রাকের মাটি স্থানীয়দের কাছে বিক্রি করা হচ্ছে। মাটি কর্তনের ফলে আগামী বর্ষায় রান্ধুনীবাড়ি বাজার ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বালু উত্তোলনকারীর ম্যানেজার মুকুল বলেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিসি স্যারের অনুমতি নিয়েই বালু উত্তোলন করছি। আপনারা ডিসি স্যার ও টিএনও স্যারের সাথে কথা বলুন।
এ বিষয়ে বেলকুচি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শিবানী সরকার জানান, আগামীকাল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জানান, রান্ধুনীবাড়িতে সরকারিভাবে কোন ইজারা নাই। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।