ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ শুরু আজ

সুশোভন সিংহ, কলকাতা

প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩, ১২:১৭ পিএম


ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ শুরু আজ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ প্রথম ওয়ান ডে গুয়াহাটিতে দুপুর ১.৩০ সময় ভারত - শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে। টি২০ ফ্রিজে ২-১ এ ভারত জিতেছে।গুয়াহাটিতে সাধারণত ব‌্যাটিং সহায়ক উইকেটই হয়। পাঁচবছর আগে গুয়াহাটিতে শেষ ওয়ান ডে হয়েছিল।

সেখানে ওয়েস্ট ইন্ডিজ ৩২২ তুলেছিল। ভারত অবশ‌্য অনায়াসে রান তাড়া করে দিয়েছিল। চোট কাটিয়ে এই সিরিজে ফেরার কথা ছিল ভারতীয় ফার্স্ট বোলার বুমরার কিন্তু শেষ অবধি তা হয়ে উঠল না। খেলতে পারবেন না ভারতীয় ফাস্ট বোলার বুমরা।

তবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা বিশ্রাম কাটিয়ে আবার ফিরছেন। ফিরছেন মহম্মদ সামিও। ভারত তিন পেসারে খেলতে পারে। মহম্মদ সিরাজ আর সামি খেলবেন। তৃতীয় পেসারের জন‌্য লড়াইটা অর্শদীপ সিং আর উমরান মালিকের মধ‌্যে। 

গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, ‘‘দু’জন ওপেনার খুব ভাল পারফর্ম করেছে। গিল শেষ কয়েকটা ম‌্যাচে অনেক রান করেছে। ঈশানও করেছে। ঈশানও খুব ভাল পারফর্ম করেছে। ডাবল সেঞ্চুরি করেছে।

আমি জানি ডাবল সেঞ্চুরি করার অর্থটা কী। দুর্দান্ত সাফল‌্য এটা। কিন্তু সত‌্যি বলতে কী, একজনকে সুযোগ দিতেই হবে যে বেশ কিছুটা সময় ধরে ভাল পারফর্ম করে গিয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে যথেষ্ট সুযোগ দিতে হবে।

Link copied