শেষ পর্যন্ত বরিশালের অধিনায়ক হলেন সাকিব
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩, ১২:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত
সবাই জানতো ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান; কিন্তু এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস করতে নামলেন মেহেদী হাসান মিরাজ।
দলটি জানিয়েছিল প্রতি ম্যাচের আগে তারা ঠিক করবে একজন অধিনায়ক। সেই চিন্তা থেকে এবার সরে এলো তারা।
এখন থেকে আসরের বাকি ম্যাচগুলো অধিনায়ক থাকবেন সাকিবই।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।
আজ দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের নেতৃত্বেই রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে বরিশাল।