বিরাট কোহলির সেঞ্চুরি
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩, ০৮:০১ পিএম

ছবিঃ সংগৃহীত
গত বছরের বিরাট কোহলির পারফর্মেন্স দেখে নেটিজনেরা ভেবেছিল বিরাট হয়তো আর ফর্মে ফেরত আসতে পারবেন না।
ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মনেন্ট। গুয়াহাটির মাটিতে ক্রিকেটের চিরন্তন এই প্রবাদ যেন পুনঃপ্রতিষ্ঠা করলেন বিরাট কোহলি।
পরপর দুটি ম্যাচে ১০০ পার করে বিরাট বুঝিয়ে দিলেন, তিনি আসলেই এক বড় মাপের প্লেয়ার।
এদিন শ্রীলংকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে বিরাটের জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনারই। প্রথম উইকেটের জুটিতে মাত্র ১৯ ওভার ৪ বলে ১৪৩ রান তুলে দেন রোহিত এবং গিল।
তাছাড়া গুয়াহাটির এই মাঠ রানেরই মাঠ। উর্বর জমিতে সোনা ফলানোর কাজটা খুব কঠিন ছিল না।
কোহলির ইনিংসের শুরুটাও খুব একটা ভাল হয়নি। বার দু’য়েক সুযোগও দিয়েছেন তিনি। কিন্তু দুটি সুযোগই নষ্ট করেন শ্রীলঙ্কার ফিল্ডাররা।
শেষ পর্যন্ত সেটারই খেসারত দিতে হল তাঁদের। ৮৭ বলে ১১৪ রানের ইনিংস খেললেন কিং কোহলি।