শাস্তি হতে যাচ্ছে সাকিবের
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩, ০৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত
আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ানোটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিপিএলে বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে ১৫৮ রানের পুঁজি দাড় করায় রংপুর রাইডার্স। রান তাড়ায় বরিশালের হয়ে ইনিংস ওপেন করতে নামেন এনামুল হক বিজয় ও চতুরঙ্গ ডি সিলভা।
শুরুতে দেখা যায় বল করতে প্রস্তুত হচ্ছেন রাকিবুল হাসান আর স্ট্রাইক নেওয়ার জন্য হাঁটছেন চতুরঙ্গ।
কিন্তু রাকিবুলের বদলে সিদ্ধান্ত বদলে শেখ মেহেদী হাসানকে বল তুলে দিতে চান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। বরিশালও চতুরঙ্গের বদলে স্ট্রাইকে আনতে চায় এনামুল হক বিজয়।
আম্পায়ার তাতে রাজী না হওয়ায় মাঠে ঢুকে তর্কে জড়ান সাকিব, 'নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়।
এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব।
কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি। আম্পায়ার গাজী সোহেল বুঝিয়ে সাকিবকে মাঠ ছাড়া করেন।
আর এ জন্যই শাস্তির মুখে পড়তে হচ্ছে ফরচুন বরিশাল অধিনায়ককে।
শাস্তির মুখে শুধু সাকিব নন, পড়তে যাচ্ছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও।
একই সঙ্গে অসদাচরণের জন্য জরিমানার মুখে পড়তে যাচ্ছেন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়ও।