বিপিএল নিয়ে আর মুখ খুলতে চান না সাকিব
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ০৩:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। আসর মাঠে গড়ানোর আগে নানা অব্যস্থাপনা নিয়ে সমালোচনা করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
আগুনে ঘি ঢেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসান। তার মতে, বিপিএলের থেকে ঢাকা প্রিমিয়ার লিগ আরও ভালোভাবে হয়।
বিপিএলে খেলতে নেমে ওয়াইড দেওয়া নিয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান বিশ্বসেরা অলরাউন্ডার।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিপিএলে ফের আম্পায়ারের সাথে তর্কে জড়ান সাকিব। এর জন্য শাস্তিও পেতে যাচ্ছেন তিনি।
তবে বিপিএল নিয়ে আর মুখ খুলতে চান না বিশ্বসেরা সেরা এই অলরাউন্ডার। ‘ব্রেক’ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১১ জানুয়ারি) রাজধানীতে একটি বাইক কোম্পানির অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের এই কাপ্তান।