আইপিএল না খেলেও ঋষভ পন্তের আয় ২৭ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ০৮:৫৭ পিএম


আইপিএল না খেলেও ঋষভ পন্তের আয় ২৭ কোটি টাকা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিছুদিন আগে বাড়ি ফেরার পথে নিজের গাড়ির দুর্ঘটনার জন্য ভারতীয় ক্রিকেট প্লেয়ার ঋষভ এখন হাসপাতালে চিকিৎসাধীন।

আগামী দিনগুলোতে কবে আবার মাঠে ফিরতে পারেন তা নিয়ে এখনো ডাক্তার কিছু বলতে পারছে না।

তার মধ্যেই এখন প্রশ্ন তবে কি আইপিএল বার্ষিক চুক্তির পারিশ্রমিক পাবেন তিনি?

বোর্ড জানিয়েছে, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে না নামলেও চুক্তির পারিশ্রমিক দেওয়া হবে ঋষভ পন্তকে। বোর্ডের এই সিদ্ধান্তে খুশী ঋষভ পন্তের অনুগামীরা। 

দুঃসময়ে ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন ভারতীয় এ ক্রিকেটার। বিসিসিআই শুধু তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করছে না, আইপিএল না খেলেও সেখানকার পুরো অর্থ এবং বার্ষিক বেতনের পুরোটা যাতে পান সে ব্যাপারেও নজর রাখছে।

আইপিএলে বার্ষিক বেতনের পুরো ২০.৫ কোটি টাকাই পান্তকে দেবে বিসিসিআই। আর যেহেতু তিনি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তার সুবাদে পাবেন আরও ৬.৫ কোটি টাকা। 

Link copied