আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেন সোহেল তানভীর
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩, ০৪:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত
প্রচলিত স্টাইলে বল করতেন না তিনি। অদ্ভুত বোলিং অ্যাকশনের পাশাপাশি ক্ষীপ্র গতির জন্য বেশি পরিচিত। বলা হচ্ছে পাকিস্তানি পেসার সোহেল তানভীরের কথা। ৩৮ বছর বয়সী বামহাতি এই পেসার বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে তিনি ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন।
টুইটারে তিনি বলেন, "আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিচ্ছি এবং সামনের দিকে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে থাকব। আমার দেশের হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।"
পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৬২টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলা সোহেল তানভীর অনেক দিন ধরেই জাতীয় দলের রাডারে ছিলেন না। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালের ডিসেম্বরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলা হয়েছে ২০১৭ সালে। তার পর থেকে শুধু ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে গেছেন।
ক্ষীপ্র গতির জন্য বিদেশি লিগগুলোয় প্রচুর চাহিদা ছিল তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট নিয়েছেন। তাছাড়া ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন।
পাকিস্তান সুপার লিগে করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস ও কোয়েটা গ্লাডিয়টর্সের হয়ে খেলেছেন ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত। সর্বশেষ খেলেছেন কোয়েটায়। লিগে ৬১ ম্যাচে তার ঝুলিতে রয়েছে মোট ৫৫ উইকেট।