নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ পিএম


নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াড ঘোষণা করেছে শনিবার (১৬ সেপ্টেম্বর)।

ঘোষিত দলে সাকিব ও মুশফিক ছাড়াও বিশ্রামে আছেন প্রথম সারির এক ঝাঁক ক্রিকেটার। সেই তালিকায় নাম আছে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদেরও।

দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও অনেকদিন ইনজুরির কারণে বাইরে থাকা তামিম ইকবাল।

রিয়াদ ও তামিম ছাড়াও এই সিরিজের দলে ফিরেছেন আলোচিত ক্রিকেটার সৌম্য সরকার। এছাড়া ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 

একনজরে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের স্কোয়াড:  

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

Link copied