ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের ১১ ক্রিকেটার ও কর্মকর্তা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ পিএম


ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের ১১ ক্রিকেটার ও কর্মকর্তা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের আগে নিজেদের আরও একবার প্রস্তুত করে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যদিও এই সিরিজে সাকিবসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হচ্ছে।

ইংল্যান্ডে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। ওই সিরিজ শেষ হওয়ার পরই লন্ডন থেকে ঢাকায় চলে এসেছেন ১১ জন কিউই ক্রিকেটার ও কর্মকর্তা।

শনিবার রাত ১০টা ৪০ মিনিটে লকি ফার্গুসনরা ঢাকায় এসে পৌঁছান তারা।

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াড ঘোষণা করেছে শনিবার (১৬ সেপ্টেম্বর)।

ঘোষিত দলে সাকিব ও মুশফিক ছাড়াও বিশ্রামে আছেন প্রথম সারির এক ঝাঁক ক্রিকেটার। সেই তালিকায় নাম আছে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদেরও।

দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও অনেকদিন ইনজুরির কারণে বাইরে থাকা তামিম ইকবাল।

রিয়াদ ও তামিম ছাড়াও এই সিরিজের দলে ফিরেছেন আলোচিত ক্রিকেটার সৌম্য সরকার। এছাড়া ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 

কিউইরা ক্রিকেটাররা চারভাগে ঢাকায় আসবেন। এর মধ্যে ১১ জন এসে পৌঁছে গেছেন ঢাকায়। ১২ জন ক্রিকেটার ও কর্মকর্তা নিউজিল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছাবেন আজ বিকাল ৫টা ২০ মিনিটে।

আগামীকাল ভোটর সাড়ে ৫টায় একজন এবং বেলা পৌনে ১১টায় এসে পৌঁছাবেন আরও একজন।

Link copied