উজিরপুরে ৮ বছরের শিশুকে বলাৎকার

মাহফুজুর রহমান, উজিরপুর (বরিশাল)

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০২:০৮ পিএম


উজিরপুরে ৮ বছরের শিশুকে বলাৎকার

প্রতীকী ছবি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল জেলার উজিরপুরে বখাটে কর্তৃক ৮ বছরের এতিম শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, শালিসির নামে এ ঘটনাটি ধামাচাপা দিলেন কথিত ভারপ্রাপ্ত ইউপি সদস্য।

উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ওমর আলি সরদারের ছেলে বখাটে মেহেদী হাসান সরদার (১৯) মঙ্গলবার দুপুরে ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে বলাৎকার করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর নানী জাহানারা বেগম।

শিশুটি অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন বিষয়টি জানতে চাইলে অকপটে বখাটের কুকীর্তি ফাঁস করে শিশুটি। এরপর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য মোঃ সুমন হাওলাদার হারিছের নাম ভাঙ্গিয়ে তার নিকটাত্মীয় কথিত ইউপি সদস্য মোঃ সেলিম হাওলাদার ঘটনার দিন মধ্যরাতে উভয় পক্ষকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয় সেলিম হাওলাদার।

শিশুর নানী আরো বলেন, ইতিপূর্বেও মেহেদী হাসান আরো দুই শিশুকে বলৎকার করেছিল। তার অপকর্মের মাত্রা চরমে পৌঁছেছে। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে পালিয়ে বেড়াচ্ছে। তবে তার পরিবারের লোকজন জানায় একই বাড়ির মামা-ভাগিনার বিষয়। তাই মেম্বারের সহযোগী সেলিম হাওলাদার মীমাংসা করেছে।

এ ব্যপারে কথিত ইউপি সদস্য সেলিম হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

ইউপি সদস্য মোঃ সুমন হাওলাদার হারিছ জানান, এ বিষয়টি আমার জানা নেই। তবে সেলিম হাওলাদার আমার ভগ্নিপতি। সে আমাকে কিছুই জানায় নি।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied