আরাভের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ০২:২০ পিএম


আরাভের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)। তাদের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।

৩৫ বছর বয়সি রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশি।

আরব আমিরাতের দুবাইয়ে জুয়েলারি শপের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার চার্জশিটভূক্ত পলাতক আসামি।

এর আগে পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেছিলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে।

২০১৯ সালের ১১ এপ্রিল পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলায় রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (খিলগাঁও জোন) অতিরিক্ত উপকমিশনার শহিদুর রহমান বলেছেন, রবিউল আরাভ খান নামে দুবাইতে অবস্থান করছেন।

সম্পর্কিত

আরও পড়ুন

Link copied