পদ্মা সেতুতে সেলফি তোলায় ৯ বাইকারকে জরিমানা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ০৮:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত
উদ্বোধনের পরে প্রায় ১০ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে এ সুযোগ এলেও অনেক চালকই মানছেন না কর্তৃপক্ষের নির্দেশনা। সেতুতে সেলফি তোলাসহ নানা উপায়ে নিয়ম ভাঙছেন মোটরসাইকেলচালকরা। ফলে জরিমানা গুনলেন ৯ মোটরসাইকেলচালক।
বৃহস্পতি ও শুক্রবার সেতুর বিভিন্ন জায়গায় বাইক থামিয়ে সেলফি তুলতে গিয়ে তারা এ জরিমানার কবলে পড়েন।
মুন্সিগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিয়ম ভাঙার দায়ে ৯ মোটরসাইকেল চালকের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে কেউ সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, কেউ লেন না মেনে চলছিলেন।