পদ্মা সেতুতে সেলফি তোলায় ৯ বাইকারকে জরিমানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ০৮:০৬ পিএম


পদ্মা সেতুতে সেলফি তোলায় ৯ বাইকারকে জরিমানা

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উদ্বোধনের পরে প্রায় ১০ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে এ সুযোগ এলেও অনেক চালকই মানছেন না কর্তৃপক্ষের নির্দেশনা। সেতুতে সেলফি তোলাসহ নানা উপায়ে নিয়ম ভাঙছেন মোটরসাইকেলচালকরা। ফলে জরিমানা গুনলেন ৯ মোটরসাইকেলচালক।

বৃহস্পতি ও শুক্রবার সেতুর বিভিন্ন জায়গায় বাইক থামিয়ে সেলফি তুলতে গিয়ে তারা এ জরিমানার কবলে পড়েন।

মুন্সিগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিয়ম ভাঙার দায়ে ৯ মোটরসাইকেল চালকের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে কেউ সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, কেউ লেন না মেনে চলছিলেন।

Link copied