জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর কারাদণ্ড
প্রকাশিত: ২১ অগাস্ট ২০২৩, ০৩:২২ পিএম

ছবিঃ প্রতীকি
১০ বছর আগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ আগস্ট) ঢাকার দ্রুত বিচার আদালত ২ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় দেন।
রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দিদার হোসেন সজিব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
২০১৩ সালের ১৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতাল চলাকালে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী একটি মিছিল বের করেন। তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দিন সরণিতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক দ্রুত বিচার আইনে মামলা করেন।