১১ বছর পলাতক থাকা সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার
প্রকাশিত: ২৪ অগাস্ট ২০২৩, ০২:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত
দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শীর্ষ মাদক কারবারি মোছা. লাবনী বেগমকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।
বুধবার (২৩ আগস্ট) রাতে ডিএমপির যাত্রাবাড়ি থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
শিহাব করিম জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাবনী বেগম একজন পেশাদার মাদক কারবারি। ২০১২ সালের ১০ মার্চ মাদকসহ গ্রেপ্তার হন লাবনী। পরবর্তীতে তার বিরুদ্ধে ঝিনাইদাহ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার লাবনী আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক ছিলেন।