ভারতীয় পেঁয়াজের প্রথম চালান দর্শনা বন্দরে

আবু বকর সিদ্দিক, জীবননগর (চুয়াডাঙ্গা)

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ১১:১৭ পিএম


ভারতীয় পেঁয়াজের প্রথম চালান দর্শনা বন্দরে

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিছুদিন পরেই শুরু হবে মাহে রমজান। আর এই রমজান কে কেন্দ্র করে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে ১৫০০ টন পেঁয়াজের প্রথম চালান দর্শনা বন্দরে ভিড়ছে।

সোমবার (১৩ মার্চ) সকালে আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে ৪২ বগির পেঁয়াজের চালানটি যশোর নওয়াপাড়ায় খালাস করার জন্য পাঠানো হয়েছে।

দর্শনা সিঅ্যান্ডএফ এজেন্ট ফিজা এন্টারপ্রাইজ জানায়, চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স দর্শনা বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করে।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের ম্যানেজার কামরুল হক জানান, রমজান মাস কে কেন্দ্র করে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সরকারের এটি একটি চলমান প্রক্রিয়া। এ বন্দর দিয়ে পেঁয়াজের বড় বড় চালান আসবে বলে জানা গেছে।

Link copied