কাল থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম

ছবিঃ প্রতীকি
সরকারের পক্ষ থেকে ৩ দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি রোববার (৩ সেপ্টেম্বর) থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখবে।
এর আগে এক সংবাদ সম্মেলনে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি। পরে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে মালিক সমিতি মিটিং হলেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। ফলে ঘোষণা বাস্তবায়নের পথেই হাঁটছে মালিক সমিতি।
শনিবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
তিনি বলেন, আমাদের দাবি তিনটি। এগুলো হলো- জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে গেজেট প্রকাশ করা।
কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নিলে সঙ্গে সঙ্গে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।