মাদ্রাসায় বিজ্ঞান শাখা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: দীপু মনি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ অগাস্ট ২০২৩, ০৯:১২ পিএম


মাদ্রাসায় বিজ্ঞান শাখা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: দীপু মনি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে দক্ষ করে তুলতে দেশের সকল মাদ্রাসায় বিজ্ঞান শাখা চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ‘মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সারা বছর শুনেছি সরকার বলে- সেবা আপনার দরজার গোড়ায় পৌঁছে দেয়া হবে। কিন্তু এখন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সেবা আপনার হাতের মুঠোয় পৌঁছে দিয়েছেন। আজকে আপনাদের সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট। এই মোবাইলেই সকল সেবা পাওয়া যায় এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন- কৃতজ্ঞ হতে। কৃতজ্ঞতা ইসলামের ভালো গুণ। শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে।’

ভোট দেওয়ার সময় সুরা নিসার ৮৫ নম্বর আয়াত মাথায় রাখতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, সুরা নিসার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন- ‘কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তার মধ্যে তার অংশ থাকবে। আর কেউ মন্দ কাজের সুপারিশ করলে তার মধ্যেও তার অংশ থাকবে। ’ এর মানে কী? আমার সুপারিশের কারণে কেউ যদি কোনো দায়িত্বে যায়, আর সে যদি কোনো খারাপ কাজ করে তার দায়িত্ব কিন্তু আমার ঘাড়ে নিতে হবে।

Link copied