পাবনায় রুপকথা হল পরিদর্শনে নায়ক “মুন্না"
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৪৯ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
বাংলা চলচ্চিত্রের তরুন অভিনেতা বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক মুন্না। তিনি তার নিজ জেল শহর পাবনার রুপকথা প্রেক্ষাগৃহ পরিদর্শন করেছেন।
নায়ক মুন্না অভিনিত বর্তমান সময়ের আলোচিত সামাজিক বাংলা ছায়াছবি “ভাগ্য” দেখেতে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের মত পাবনাতেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
রোববার (৫ ফেব্রুয়ারী) দুপুরে নায়ক মুন্না স্থানীয় প্রেক্ষাগৃহে প্রবেশ করে দর্শক সারিতে বসে নিজের অভিনীত সিনেমা দেখেন। নায়ক মুন্নার আগমনের খবরে প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে উপস্থিত ভক্তবৃন্দ ও দর্শক তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে নায়ক মুন্নার আগমনের খবরে সিনেমা হল প্রাঙ্গণে উৎসুক সিনেমাপ্রেমী দর্শক ও ভক্তবৃন্দ উপস্থিত হন। নায়ক মুন্না নিজ জেলা শহর পাবনাতে নিজের অভিনীত সামাজিক বাংলা ছায়াছবি প্রদর্শনী দেখেন ও সাধারন দর্শকদের সাথে কথা বলেন।
দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে এই বাংলা ছায়াছবি প্রর্দশন চলছে। দর্শক বিমুখ দেশের বাংলা চলচ্চিত্রের নতুন দীগন্ত উন্মোচন করতে সকল শ্রেনী পেশার মানুষের জন্য এই সামাজিক বাংলা ছবি দর্শকদের আবারো হলমুখি করবে বলে মনে করেন নায়ক মুন্না।
মোঃ মাহবুবুর রশিদ পরিচালিত এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা নিপুনসহ প্রয়াত একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ।
প্রেক্ষাগৃহ পরিদর্শনের সময় নায়ক মুন্না দর্শক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন পরে আবারো বাংলা চলচ্চিত্রের জাগরণ ঘটেছে। দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহ ভালো ছবি মুক্তি না হওয়ার কারনে দর্শক ধরে রাখতে পারছেনা। আমরা চেষ্টা করছি ভালো গল্প নিয়ে সামাজিক ছবি নির্মানের।
সকল শ্রেনী পেশার মানুষের জন্য দর্শকদের জন্য সিনেমা তৈরি করছি আমরা। আমি নায়ক হিসাবে না পাবনার সন্তান হিসেবে সকলের কাছে অনুরোধ করবো আপনারা সকলে মিলে পরিবারসহ সিনামা হলে এসে ছবি দেখুন। দেশের এই গুরুত্বপূর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক মুন্না।