নতুন করে রাজ-পরীর গোপন তথ্য ফাঁস করলেন শাওন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:১৫ পিএম


নতুন করে রাজ-পরীর গোপন তথ্য ফাঁস করলেন শাওন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড দম্পতি শরীফুল রাজ আর পরীমনি। দু'জনের সংসার ঘিরে যেন মেঘ-বৃষ্টির লুকোচুরি। কখনো মেঘে অন্ধকারাচ্ছন্ন আবার কখনো মেঘ ঝরে যেন বৃষ্টি নামে। তবে এই বৃষ্টি হলো সুখের বৃষ্টি। কষ্ট, জমে থাকা শত রাগ-অভিমানের পর সুখের বৃষ্টি।

কিছু দিন আগে পরীমনি আর শরীফুল রাজের বিচ্ছেদ নিয়ে শোরগোল হয়েছে। স্বামীর বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরী। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে।

একমাত্র ছেলে রাজ্যের ছয় মাস পূর্ণ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। সেদিন সোনার বাটি আর চামচে করে প্রথম ভাত খাবে রাজ্য। এমনটাই ফেসবুকে জানালেন পরীমনি।

এদিকে, শরীফুল রাজ আর পরীমনি দম্পতির চমকপ্রদ এক তথ্য দিলেন অভিনেত্রী ও প্রযোজক মেহের আফরোজ শাওন। পরীমনির ক্রিমের সব কৌটা নাকি তার স্বামী শরীফুল রাজ খালি করে দেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে শাওন বলেন, রাজ আমাকে বলছিল সে হারবাল চর্চা করে থাকেন। আর পরী বলছিল, তার সব ক্রিমের কৌটা রাজ খালি করেন।

শাওন আরও বলেন, শ্যাম্পু, ক্রিম শেষ হলে পরীর থেকে রাজ আগে ধরে ফেলতে পারেন। কারণ সে সব খালি করে দেয়।

Link copied