অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২৫ পিএম


অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের এই প্রজন্মের নায়িকা পূজা চেরি। উঠতি এই নায়িকা সিনেমায় দারুণ অভিনয় করে হয়েছেন প্রশংসিত। সেই সঙ্গে নানান সময়ে নানান কারণে হয়েছেন আলোচিত-সমালোচিতও।

কিছুদিন আগে শাকিব-বুবলী ইস্যু নিয়ে সিনেমা পাড়ায় যখন সরগরম, ঠিক তখনই সবার নজর পড়ে পূজা চেরির দিকে।

হালের এই আলোচিত নায়িকার সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তোলে সামাজিকমাধ্যমে। তবে এ সম্পর্ক নিয়ে পূজার মন্তব্য রহস্যের ইতি টানেন।

আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা 'জাজ' এর উদ্দেশ্যে একটি পোস্ট করেছেন। পোস্টে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান পূজা।

তিনি লেখেন, 'আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে launch করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ।

কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু , ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ'।

তিনি আরও লেখেন, 'আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন'।

তবে ঠিক কী কারণে ক্ষমা চেয়েছেন বা অনুতপ্ত সে বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী।

Link copied