'সেন্সর বোর্ড' নাম বাংলায় চান কাজী হায়াৎ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত
ভাষার মাসে একুশের চেতনা রক্ষায় 'সেন্সর বোর্ড' নাম ইংরেজি থেকে বাংলায় রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে এসব বলেন কাজী হায়াৎ। এসময় তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সনদপত্র বিভাগটি এখনও 'সেন্সর বোর্ড' নামে আছে।
সেন্সর বোর্ডের নামটা পরিবর্তন করা হোক।
এ সময় একুশের চেতনা নির্ভর সিনেমা বানানোর ওপর জোর দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সবাইকে একুশের চেতনা রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।