মা হচ্ছেন ইলিয়ানা, প্রকাশ্যে আনলেন বেবি বাম্প

বিনোদন ডেক্স

প্রকাশিত: ১৫ মে ২০২৩, ০৪:১৭ পিএম


মা হচ্ছেন ইলিয়ানা, প্রকাশ্যে আনলেন বেবি বাম্প

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিছুদিন আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ।

এ বছর মা দিবস পড়েছে ১৪ মে। আর মা দিবসের আগেই ইলিয়ানা ডিক্রুজ ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নিজের বেবি বাম্পের ছবি।

ছবিতে দেখা গেছে, কালো রঙের পোশাক পরে ইলিয়ানা বরফ-ঠাণ্ডা পানিতে চুমুক দিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ইলিয়ানার ভক্ত এবং বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করে।

তার বন্ধু তামান্না ভাটিয়া, আথিয়া শেঠি, শিবানী দান্ডেকর, নার্গিস ফাখরি, মারিয়া গোরেত্তি এবং অন্যান্যরা মন্তব্যের ঘরে হার্ট (লাল হৃদয়) এবং ভালোবাসার ইমোজি দিয়ে ভালবাসা প্রকাশ করেছেন।

এর আগে, গত এপ্রিলে ইলিয়ানা সোশ্যাল মিডিয়ায় তার গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'শিগগিরই আসছি। তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না আমার ছোট্ট প্রিয়তমা।

গর্ভাবস্থায় ইলিয়ানা তার মায়ের সঙ্গে সৈকত অঞ্চল গোয়ার বাড়িতে সময় কাটাচ্ছেন।

ইলিয়ানাকে সর্বশেষ অভিষেক বচ্চনের সঙ্গে 'দ্য বিগ বুল' ছবিতে দেখা গিয়েছিল। সম্প্রতি বাদশার ভিডিও গান 'সাব গজব'-এ হাজির হয়েছিলেন তিনি।

ইলিয়ানাকে পরবর্তীতে রণদীপ হুদার সঙ্গে 'আনফেয়ার অ্যান্ড লাভলি' ছবিতে দেখা যাবে।

Link copied