এফডিসিতে গণমাধ্যমের ক্যামেরা প্রবেশের 'নতুন শর্ত'

বিনোদন ডেক্স

প্রকাশিত: ১৮ মে ২০২৩, ১০:২২ পিএম


এফডিসিতে গণমাধ্যমের ক্যামেরা প্রবেশের 'নতুন শর্ত'

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশের ‘নতুন শর্ত’ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৭ মে) এফডিসির এক দাপ্তরিক আদেশে বলা হয়, এখন থেকে ক্যামেরা নিয়ে চাইলেই এফডিসিতে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা। একদিন পর সেই নিষেধাজ্ঞা তুলে নিলো কর্তৃপক্ষ।

বুধবার এফডিসির এক দাপ্তরিক আদেশে বলা হয়, ‘সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন চলচ্চিত্র সাংবাদিকেরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই দাপ্তরিক আদেশটি সংশোধন করেছে এফডিসি কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিকেলে দেওয়া আদেশে বলা হয়, ‘শুধু যে সব মিডিয়ার ক্যামেরা বাণিজ্যিক উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ করবে, তাদেরকে পরিচালক (উৎপাদন) বরাবর আবেদন করতে হবে।

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া গণমাধ্যমকে জানান, ‘এ বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখছেন। নতুন আদেশটি অনেকেই ভুলভাবে উপস্থাপন করছে- বিষয়টি আসলে তা না। যাই হোক, এই আদেশটি সংস্কার হচ্ছে। শিগগিরই তা জানানো হবে।’

এর আগে আরও কয়েকবার গণমাধ্যমকর্মীদের এফডিসিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তখন দাবি করা হয়েছিল, কেপিআইভুক্ত অঞ্চল হিসেবে এফডিসির নিরাপত্তা জোরদারে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

Link copied