কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পিএম


কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ কিংবদন্তি এটিএম শামসুজ্জামানের জন্মদিন। ১৯৪১ সালের ১০ই সেপ্টেম্বর নোয়াখালীতে জন্ম গ্রহন করেন। দু’বছর আগেই প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুর পর এটি তার দ্বিতীয় জন্মদিন।

একসময় বাংলা সিনেমা ও নাটকে খল, ইতিবাচক কিংবা কমেডি সব চরিত্রে একচেটিয়া জায়গা দখল করে ছিলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান।

কেবল অভিনয়েই নয় নির্মাণ করেছেন, চিত্রনাট্য লিখেছেন, সাহিত্য অঙ্গনেও রেখেছেন তার ছাপ।

অভিনয়ের জন্য এটিএম শামসুজ্জামানের প্রথম পুরস্কার ছিল বাচসাস পুরস্কার। পরে ১৯৮৭ সালে কাজী হায়াতের দায়ী কে সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

এরপর ১৯৯৯ সালের ম্যাডাম ফুলি, ২০০১ সালের চুড়িওয়ালা, ২০০৯ সালের মন বসে না পড়ার টেবিলে সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

লাঠিয়াল, অশিক্ষিত, গোলাপী এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, স্বপ্নের নায়ক সিনেমার শামসুজ্জামান যেমন খল চরিত্রে ফ্রেমবন্দি হয়েছেন তেমনি রামের সুমতি, ম্যাডাম ফুলি, জাদুর বাঁশি, চুড়িওয়ালায় তার কমেডি চরিত্রের কথাও মনে রেখেছেন দর্শকরা।

এটিএম শামসুজ্জামান অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ওরা ১১ জন, লাঠিয়াল, নয়নমণি, অশিক্ষিত, গোলাপী এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, স্বপ্নের নায়ক, অনন্ত প্রেম, দোলনা, ম্যাডাম ফুলি, চুড়িওয়ালা, হাজার বছর ধরে, মোল্লা বাড়ির বউ, মন বসে না পড়ার টেবিলে, গেরিলা, চোরাবালি ইত্যাদি।

এটিএম শামসুজ্জামান ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্রনাথ দাস লেনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।

Link copied