অগ্রিম পারিশ্রমিক নিয়েও কাজ না করার অভিযোগ শাকিবের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ পিএম


অগ্রিম পারিশ্রমিক নিয়েও কাজ না করার অভিযোগ শাকিবের বিরুদ্ধে

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক শাকিব খানকে সুপারস্টার তৈরিতে যে কজন পরিচালকের অগ্রণী ভূমিকা, বদিউল আলম খোকন তাদের অন্যতম। ক্যারিয়ারের উঠতি সময়ে এই পরিচালকের ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘একবার বলো ভালোবাসি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘বস নম্বর ওয়ান’, ‘মাই নেম ইজ খান’, ‘নিষ্পাপ মুন্না’, ‘ডন নম্বর ওয়ান’, ‘হিরো; দা সুপারস্টার’, ‘রাজা বাবু’সহ আরও অনেক সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন শাকিব।

অবাক করা বিষয় হলো, সেই বদিউল আলম খোকনই গুরুতর অভিযোগ তুললেন শাকিব খানের বিরুদ্ধে। অগ্রিম পারিশ্রমিক নিয়েও নাকি তার সিনেমায় কাজ করছেন না বাংলাদেশি কিং খান। অথচ সিনেমার শুটিংয়ের তারিখ পর্যন্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল।

খোকন জানান, পারিশ্রমিক বৃদ্ধি করায় আটকে গেছে ‘নীল দরিয়া’ নামের একটি ছবি। এতে শাকিবের কাজ করার কথা ছিল। কক্সবাজার গিয়ে লোকেশনও দেখে এসেছিলেন বদিউল আলম খোকন। পারিশ্রমিক হিসেবে শাকিব নিয়েছিলেন ৪০ লাখ টাকা। ২০ জুলাই থেকে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু ‘প্রিয়তমা’র কারণে পিছিয়ে যায়, ‘নীল দরিয়া’র কাজ। আর ‘প্রিয়তমা’ হিট হতেই পাল্টে যান শাকিব। 

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবি দিয়ে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ইতিহাস সৃষ্টিকারী এ ছবি দিয়ে নিন্দুকেরও মন জয় করেছেন তিনি। সেই সঙ্গে পাল্টে গেছে তার পারিশ্রমিক। ‘প্রিয়তমা’র আগে ৩৫ থেকে ৫০ লাখ নিলেও এখন ছবিপ্রতি তিনি পারিশ্রমিক চাইছেন এক কোটি করে। সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন। 

খোকন বলেন, ‘এক সময় শাকিব খানের সঙ্গে অনেক ভালো ভালো ছবি করেছি। অনেক দিন পর একটা কাজ করতে চেয়েছিলাম। কিন্তু তার কারণে সেটি হলো না। শাকিব খানের সঙ্গে আর কাজ করছি না। সমস্যা নাই। কারণ কারোর জন্য কেউ তো বসে থাকে না। নতুন ছেলে মেয়ে নিয়ে আরেকটি কাজ হাতে নিয়েছি। শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।’ 

আফসোসের সুরে খোকন বলেন, ‘এখন নতুন সিনেমায় চুক্তি করতে শাকিব এক কোটি বা দুই কোটি নিতেই পারেন। সেটি তার ব্যাপার। কিন্তু আমরা তো আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি তাকে। এখন শাকিব আমাদের কাছে বেশি পারিশ্রমিক দাবি করতে পারেন না। এটি তার নৈতিকতার মধ্যে পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না। এটি অন্যায়।’

Link copied