সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার: ওমর সানী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম


সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার: ওমর সানী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনেক দিন থেকেই বিনোদন জগৎ থেকে দূরে আছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ব্যবসা ও পরিবার নিয়ে।

তবে এ অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় এ অভিনেতাকে।

এরই ধারাবাহিকতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন ঢাকাই সিনেমার এ অভিনেতা।

রোববার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সানী।

ক্যাপশনে চিত্রনায়ক লিখেছেন, সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাব, আর পারছি না রাষ্ট্র।

এ প্রসঙ্গে ওমর সানী গণমাধ্যমকে বলেন, নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম নিয়ন্ত্রণের বাইরে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সে কারণে বাধ্য হয়ে এ স্ট্যাটাস লিখেছি। লেখা ছাড়া আর কী করতে পারি।

Link copied