বাংলাদেশে ‘জওয়ান’ সিনেমার আয় ৭২ লাখ টাকা
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত
বিশ্বব্যাপী ‘জওয়ান’ সিনেমা মুক্তি পেয়েছে গেল ৭ সেপ্টেম্বর। মুক্তির পর প্রথম শো থেকে হাউজফুল যাচ্ছে এটি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির পর থেকে দক্ষিণী সিনেমার কাছে কুপোকাত হতে হয় বলিউডকে। তবে সেই দৃশ্য পাল্টে দিয়েছেন শাহরুখ খান।
শাহরুখ খান অভিনীত 'জওয়ান' সিনেমা বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙে দিচ্ছে।
শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা ইতিহাস গড়ার পথে। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জওয়ান’ এবং হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে ৭৫ কোটি রুপি আয় করে। এরপর থেকেই ‘জওয়ান’ ঝড় তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, মুক্তির ১১ দিনের মধ্যে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘জওয়ান’!
বলিউড বাদশাহ শাহরুখের সিনেমা ‘জওয়ান’এখন মুক্তির দ্বিতীয় সপ্তাহে। মুক্তির ১১ দিনেও ভারতের বক্স অফিসে সমান দাপট দেখাচ্ছে সিনেমাটি। এই সিনেমা বাংলাদেশের একইদিনে মুক্তি পেয়েছে। গত এক সপ্তাহে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে প্রায় ৯০০ কোটির কাছাকাছি।
একইদিন বাংলাদেশে মুক্তি পেয়ে গতকাল রোববার পর্যন্ত ‘জওয়ান’ আয় করেছে ৭২ লাখের বেশি টাকা। ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে এনেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।