২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩, ০৫:৪৯ পিএম


২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১২

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে নতুন করে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফলে ২০২৩ সালে মোট মৃত্যুর সংখ্যা তিনজনেই স্থির আছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ৪২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৩২৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর মশাবাহিত রোগটিতে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩ জন। এছাড়া ঢাকার বাইরে ৫০ জন চিকিৎসাধীন।

Link copied