করোনা শনাক্ত ২৬ জনের, মৃত্যু ১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৮:৪৯ পিএম


করোনা শনাক্ত ২৬ জনের, মৃত্যু ১

প্রতীকী ছবি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে  ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩  জনে।

আজ ২১ নভেম্বর ২০২২ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যু সংখ্যা এক। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন  ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়  ৩ হাজার ৯৫৩ টি। ৩ হাজার ৭৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫২শতাংশ।

Link copied