শিশুসহ আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ১২:১২ পিএম


শিশুসহ আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ আট ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের লাশ খুঁজে পায়।

সবার শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।

এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পরে সরবরাহ করা হবে বলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়।

Link copied