ভারতীয় সিরাপে উজবেকিস্তানে শিশুদের মৃত্যু, ডব্লিউএইচওর সতর্কতা
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩, ১২:৪৭ পিএম

ছবিঃ প্রতীকী
ভারতীয় সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৯ শিশু মৃত্যুর ঘটনায় সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। শিশুদের চিকিৎসায় আপাতত ওই সিরাপ দিতে নিষেধ করেছে সংস্থাটি।
ডব্লিউএইচওর সুপারিশ, ভারতীয় কোম্পানি ম্যারিওন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ উজবেকিস্তানের শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয়।
মেরিয়ন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ হল অ্যাম্ব্রনল সিরাপ এবং ডক ওয়ান ম্যাক্স সিরাপ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ল্যাবরেটরি পরীক্ষা দেখা গেছে দুটি ওষুধেই খুব বেশি পরিমাণে ডাইইথিলিন গ্লাইকল এবং ইথিলিন রয়েছে।