তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত
তুরস্ক এবং সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজারের বেশি ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই অন্তত ১২ হাজার ৩ শত ৯১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২ হাজার ৯ শত ৯২ জনের মৃত্যু সিরিয়ায়।
সরকারি পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা। দুই দেশেই উদ্ধার কাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।
এতে দুই দেশের কবলিত এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া কয়েক হাজার ভবনের নিচে চাপা পড়ে পড়ে বহু মানুষ। আটকে পড়া অনেকে ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার করছেন।
উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়। সূত্র : আলজাজিরা